ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ||

সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পরিবর্তন নিউস ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮

সমুদ্রের ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলেরা। রোববার দুপুরে বরগুনার পাথরঘাটায় এ কর্মসূচি পালিত হয়। এতে সমুদ্রগামী কয়েকশ’ জেলে অংশগ্রহণ করেন।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মানববন্ধন চলাকালীন সমাবেশে জেলেরা জানান, ২০১৪ সাল থেকে সমুদ্রে মাছ শিকার থেকে জেলেদের বিরত রাখার জন্য ৬৫ দিনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত চলে এ নিষেধাজ্ঞা। এ সময় বাংলাদেশি জেলেরা নিষেধাজ্ঞা মেনে মাছের শিকার না করলেও ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। এতে বাংলাদেশি জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন জীবিকা নিয়ে হুমকিতে পড়েছেন কয়েক লাখ জেলে ও ব্যবসায়ীরা।

জেলেদের দাবি, সমুদ্রের ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য যথোপযুক্ত নয়। মূলত ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের জেলেদের নিষেধাজ্ঞার মাধ্যমে উপকূলে আটকে রাখা হয়। আর এই সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে ভারতীয় জেলেরা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশি জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে, জেলেরা এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি খুব দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার দেশ টিভিকে জানান, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞাটি ভুল সময়ে প্রয়োগ করছে বাংলাদেশ। সমুদ্রে মাছের প্রজনন মৌসুম শুরু হয় এপ্রিল থেকে। অথচ বাংলাদেশে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মে মাস থেকে। তাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্য পুরোপুরি অর্জিত হচ্ছে না বলেও উঠে এসেছে গবেষণায়।

মন্তব্য করুন

নারায়ণগঞ্জে ১২ ব্যবসায়ী সংগঠনের ৪ দাবি
ব্যবসায়ীদের কোন দল নাই। ব্যবসায়ীরা রাষ্ট্রের সম্পদ। ব্যবসায়ীরা ভালো থাকলে রাষ্ট্রের অর্থনীতি ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে। কতিপয় দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার অর্জনকে ম্লান করার জন্য সন্ত্রাসী চাঁদাবাজিতে নেমেছে। বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দখল, ব্যবসায়ীদের হুমকি, চাঁদাবাজি শুরু করেছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জে জাতীয় ও স্থানীয় ১২টি ব্যবসায়িক সংগঠনের ব্যবসায়িরা এসব কথা বলেন। ব্যবসায়িরা বলেন, এমনিতেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। বিগত তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লাখ। ব্যবসা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। তাই দেশের স্বার্থে ছাত্র-জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের হঠাতে হবে। ব্যবসায়ীদের সমস্যার সমাধান এবং ব্যবসার ক্ষেত্র তৈরি করার দায়িত্ব ব্যবসায়ী সংগঠনগুলির। বিগত ১৬ বছর কতিপয় ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তাদের পছন্দের কিছু লোক দিয়ে সংগঠনগুলি পরিচালনা করেছে, যেখানে সাধারণ ব্যবসায়ী সদস্যদের কোন ভূমিকা ছিল না বরং তারা জিম্মি ছিল। তারা বলেন, পূর্বের সব কমিটি ভেঙে দিয়ে দুই মাসের জন্য অ্যাড হক কমিটি গঠন করতে হবে। যারা দুই মাসের মধ্যে সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে সাধারণ ব্যবসায়ীদের মধ্য থেকে তাদের নেতা তৈরি করবে। মতবিনিময় সভায় পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়িরা ৪ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যৌথ বাহিনীর অভিযান পরিচালনা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা নেওয়ার পূর্বে তদন্ত করে সঠিক ঘটনা যাচাই ও মামলা নেওয়ার সময় অজ্ঞাতনামা তালিকা দেখানো যাবে না। এবং ব্যবসায়িক সংগঠনগুলির কমিটি ভেঙে দিয়ে ব্যবসায়ীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম সারোয়ার সাঈদ, বিকেএমইএর সদস্য আবু জাফর আহমেদ আবুল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিএফ)'র জেলা সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা, সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি পরিতোষ কান্তি সাহা, সদস্য কমল সাহা, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শাফায়াত আলম ফয়সাল, পরিচালক সালাউদ্দিন আহমেদ। ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য গোলাম হায়দার কবির, সাবেক পরিচালক আরিফ দিপু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, চিটাগাংরোড হাজী বদরুদ্দীন শপিং কমপ্লেক্সের মার্কেটের সভাপতি হাবিবুর রহমান, হোসিয়ারি সমিতির সদস্য খলিলুর রহমান খান, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন (বিডকোয়া)’র দপ্তর সম্পাদক ফজলুল হক উজ্জ্বল, সদস্য নুরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুস সাত্তার আনসারী, বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর এন্ড লিফট ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সদস্য মো. ইব্রাহীম মোল্লা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মো. নিজাম উদ্দীনসহ অনেকে।
নারায়ণগঞ্জে ১২ ব্যবসায়ী সংগঠনের ৪ দাবি
নড়াইল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনের রোববার সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষ দলীয় ও জতীয় পতাকা উত্তোলন, আলেচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) শিক্ষকদের মাঝে ফ্রি মেডিকেল চেকআপ করা হয়। এনপিআইয়ের পরিচালক ড. ইঞ্জিনিয়ার ফারুক হোসেন জানান, মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে রোববার এনপিআইয়ের সকল শিক্ষকদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের মার্কেটিং অফিসার ওবায়দুল্লাহ দিদার, ল্যাব টেকনোলজিস্ট আশরাফুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
মুখোমুখী আওয়ামী লীগ-বিএনপি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক বিএনপি সমর্থককে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা। এ ঘটনার জেরে অন্তত শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে বিএনপি সমর্থকরা। এ সময় লুট করা হয়েছে গরু, ছাগল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান আসবাব। রোববার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বিকেলে ওই এলাকার বাঁকচুয়া লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভায়না ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শিখনকে মারধর করে ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রিপনসহ কয়েকজন। এ ঘটনার জেরে সন্ধ্যায় লক্ষ্মীপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মালিতাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগ সমর্থকরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার ভোরে ওই ইউনিয়নের তৈলটুপি, ভায়না, বাগআচড়া, দোবিলা,মালিপাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ’ বিএনপি নেতাকর্মী এসে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করে বলে দাবি করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন দাবি করেন, ভোরে দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের ঘুমন্ত নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা করে বিএনপি সমর্থকরা। এ সময় অন্তত শতাধিক বাড়িতে তাণ্ডব চালোনা হয়। প্রতিটি বাড়ি ও আসবাব ভাঙচুর করা হয়। লুট করে নিয়ে যাওয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল। এ সময় প্রতিটি বাড়ি থেকে গরু, ছাগল ও মোটরসাইকেল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি এই আওয়ামী লীগ নেতার। তবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মাস্টার বলেন, কে বা কারা এসব করেছে সেটি আমরা জানি না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নেতাদের নামে মিথ্যা প্রচারণার কারণে আমাদের কয়েকজন কর্মীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। তার জেরে আমাদের মিন্টু মালিতা নামে এক নেতাকে কুপিয়ে আহত করেছে। আমরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত। ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার দাবি করেন, শনিবার রাত থেকেই আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পরিকল্পনা চলছিল বলে আমরা জানতে পেরেছিলাম। পরিস্থিতি সামাল দিতে আমরা অনেকবার সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি । তবে কেউ সেখানে যায়নি। ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত একটানা লক্ষ্মীপুর ও বাঁকচুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলে। যদি আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কথার গুরুত্ব দিতো তাহলে এই তাণ্ডব হতো না। এখন আতঙ্কে শত শত মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এদিকে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনীর সদস্যরা। তারা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে আহ্বান জানান তিনি। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষ থানায় মামলা বা অভিযোগ দেয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুখোমুখী আওয়ামী লীগ-বিএনপি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের পৃথক সংবাদ সম্মেলন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গঠনতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নসাৎ করতে না পারে। এ গণঅভ্যুত্থানকে নসাৎ করতে স্বৈরচারের দোসররা এবং বিএনপির মধ্যে থাকা বর্ণচোরারা নানা ষড়যন্ত্র করছেন। এদেরকে প্রতিহত করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা বিএনপির একাংশের উদ্যোগে রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তার নিজ বাস ভবন সুরাইয়া ভিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফরসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এর আগে বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ডক্টর আতহার উদ্দিন মিলনায়তনে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তার বিরুদ্ধে দলীয় শৃক্সখলা ভঙ্গে অভিযোগ আনা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দকে অবগত না করে বিএনপির নামে প্রকাশ্যে সমাবেশ করা সম্পূর্ণ অসাংগঠনিক কাজ এবং তার (আলতাফ চৌধুরী) ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে দলের মধ্যে বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুন্নু-কুট্টি গ্রুপের পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। এ সময় জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া আহম্মেদ, মৎস্য দলের সভাপতি মো. শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশীদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দুটি প্রোগ্রামের একটিতেও দেখা যায়নি।
পটুয়াখালীতে বিএনপির দুই পক্ষের পৃথক সংবাদ সম্মেলন
ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক
ভোলার দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসন (২৬)। এ সময় উদ্ধার করা হয় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫টি রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ পনের হাজার পঁচাত্তর টাকা। কেস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, বাহাদুর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন থেকে মেঘনায় জেলেদের জিম্মি করে জলদস্যুতা চালিয়ে আসছিল। জেলেরা এমন অভিযোগ দিলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টিম ডাকাতদের আস্তানায় অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুই দস্যুকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা ভোলার সদর উপজেলাধীন ধনিয়া ৭নং ওয়ার্ড এবং চরমনিষা ৬নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালামের ছেলে। পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক
চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেপ্তার
ঢাকায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শহরের সরকারপাড়া রনজিত পালের ছেলে। জানা যায়, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।
চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেপ্তার