ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ||
রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’
এবার ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের কারবার
নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী
নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী
ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলা। বন্যার পানিতে প্রায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় এসব জেলাগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে। পিছিয়ে নেই চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এবার ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গেছেন নিজের এলাকায়। কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি জানিয়েছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান অভিনেত্রী। সম্প্রতি ত্রাণসামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলী। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন এই নায়িকা। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলী লিখেছেন, "বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।" অভিনেত্রী শেষাংশে বলেন, "কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।" এদিকে কমেন্ট বক্সে বুবলীর এ কাজের প্রশংসা করছেন অনেকে। কেউ লিখেছেন, বারবার ভিডিওটা দেখলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বুদ্ধিমানের কাজ যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ছবি বা ভিডিও করা হয়নি। সত্যি তো তারা তো ভিখারি নয় তারা পরিস্থিতির শিকার বিপদগ্রস্ত, তাদেরকে সম্মান এবং সহানুভূতি দেখানোটাই আমাদের কর্তব্য। সেলফি তুলে কিংবা ভিডিও করে অসম্মান করা নয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই তাদের চিন্তা-ভাবনা গুলোর পরিবর্তন করবেন। আবার এমন অনেকে আছেন যারা বুবলীকে অপছন্দ করতেন তারাও এখন পছন্দ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, আমি আপনাকে অনেক অপছন্দ করতাম, তবে এখন অনেক সম্মান বেড়ে গেল আপনার জন্য, এই ভাবে দেশের পাশে থাকেন। অন্যদিকে কেউ কেউ আবার কোথায় কোথায় ত্রাণ লাগবে এমন তথ্যও দিচ্ছেন অভিনেত্রীকে। চলচ্চিত্রে আট বছরের অভিনয়জীবন পার হতে চলছে শবনম বুবলীর। শামীম আহমেদ পরিচালিত ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকে সমানতালে কাজ করছেন। শাকিবের সঙ্গে ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে বুবলী একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠকের কাজ করতেন। তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর কাজ করেছেন এই অভিনেত্রী।
পুলিশের দ্বারস্থ হলেন শ্রীলেখা মিত্র
এবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা
কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা
নিজের ছেলেদের সম্পর্কে যা জানালেন সংগতিশিল্পী টুটুল
আরও