ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ||

পুলিশের দ্বারস্থ হলেন শ্রীলেখা মিত্র

ডেস্ক রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২

আর জি কর কাণ্ড যখন সরকারি হাসপাতালে দুর্নীতির আখড়ার ছবি তুলে ধরছে, ঠিক তখন মালয়ালম চলচ্চিত্র শিল্পেও একইরকম মাফিয়ারাজ,নারী শিল্পীদের যৌন শোষণের কদর্য বাস্তবতা তুলে ধরেছে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে মহিলা শিল্পীদের উপর নির্যাতন বা হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই চলচ্চিত্র জগতে শুরু হয়েছে নাড়াচাড়া। সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে হেনস্থার অভিযোগ নয়, এ বার সরাসরি পুলিশের কাছেই লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা।

অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই হল এর সূচনা। জানা যায়, সোমবার তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর অভিযোগ, ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরা-কোলা-পাথা-কাথিনতে কথার অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।


প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে পদত্যাগ করেছিলেন পরিচালক। সংবাদমাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার আইনি পদক্ষেপ নিয়েছেন শ্রীলেখা। অভিনেত্রী জানান, ‘যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইমেল করে অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ দিকে সোমবার সন্ধ্যায় সমাজমাধ্যমে বাংলা চলচ্চিত্র জগত ঘটে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন ঋতাভরী চক্রবর্তীও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডলকে উল্লেখ করে তিনি অভিযোগ জানিয়েছেন। তার আবেদন,বাংলার চলচ্চিত্র জগতেও যাতে বিভিন্ন হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়।

ঋতাভরী তার পোস্টে লেখেন, ‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। জানি আরও কয়েকজন টালিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে।’

হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পরই আইনি পদক্ষেপ করতে শুরু করেছেন হেনস্থার শিকার একাধিক নারী। কেরল সরকার ইতোমধ্যেই এক বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার বিরুদ্ধে।

সেখানে এক নবীন লেখক যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পরিচালক ডিকে প্রকাশের বিরুদ্ধে। এর আগে অভিনেতা প্রযোজক বাবুরাজের নামেও যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক অভিনয়শিল্পী। ২০১৯ সালের সেই অভিযোগ এ বার পুলিশের কাছে লিখিতভাবে করতে চান বলে দাবি করেছেন তিনি।

মন্তব্য করুন

রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’
জুলাই এবং আগস্ট মাসজুড়ে রক্তক্ষয়ী এক ছাত্র-জনতা বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। মাঝের সময়টুকু একরকম স্থবির হয়ে পড়েছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। ইন্টারনেট ব্যবস্থা স্থবির থাকায় বন্ধ ছিল ইউটিউবে নতুন নাটক প্রকাশ। তবে নতুন বাংলাদেশের প্রথম অন্তর্জাল নাটক হিসেবে ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ গল্প। আর এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে। নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। সিএমভির ব্যানারে নাটকটি বানিয়েছেন রুবেল হাসান। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মনে। আর মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া। নাটকের গল্পে দেখা যায়, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। আর একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’। এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের জানান, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’
রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’
এবার ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের কারবার
সালটা তখন ২০২১। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত মানুষ। এর মধ্যে ঢাকা মহানগরে ঘটে যাওয়া এক গল্প নিয়ে তিন বছর আগে মুক্তি পাওয়া সিরিজ ‘মহানগর’ বাংলা ভাষার দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায়। মুক্তির পর থেকেই সিরিজটি রয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে। এখনও দর্শক মনে দাগ কেটে চলেছে এই সিরিজের ওসি হারুন চরিত্রটি। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা ও বিপ্লবী আশফাক নিপুণ। সিরিজটি অ্যাপে উন্মুক্ত হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। তারচেয়েও বেশি হলো মানুষের বিবেক নাড়া দেয়, যেন সবাই মিল খুঁজে পায় সেই সময়ে মাহানগরের পুলিশি ব্যবস্থার সঙ্গে। দর্শক মনে দাগ কেটে যায় ওসি হারুনের নানাবিধ কারবার! এবার আলোচিত এই সিরিজটির প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রি-তে। আগামী ৩০ আগস্ট থেকে হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। এর জন্য লাগবে না কোনো সাবস্ক্রিপশন কিংবা রেজিস্ট্রেশন। সেইসঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগর এর প্রথম কিস্তির ১টা পর্ব দেখা যাবে ফ্রি। এ বিষয়ে পরিচালক আশফাক নিপুণ জানান, ‘‘মহানগর নির্মাণের সময় তিনি ভাবতেই পারেননি যে, সিরিজটি মানুষ এতো পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর তাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে নিপুন কখনও মিডিয়াতে কথা বলেননি। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যেকোনো স্থান থেকে ‘মহানগর’ দেখতে পারবেন ফ্রিতে।’’ এছাড়া অভিনেতা মোশাররফ করিম জানান, ‘‘মহানগর’ মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছেন তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছেন এই কাজটার জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত, ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন হইচইতে দেখা যাচ্ছে একদম ফ্রি।’ মহানগর-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসারসহ আরও অনেকে।
এবার ফ্রিতে দেখা যাবে ওসি হারুনের কারবার
নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী
ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলা। বন্যার পানিতে প্রায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় এসব জেলাগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে। পিছিয়ে নেই চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এবার ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গেছেন নিজের এলাকায়। কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি জানিয়েছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান অভিনেত্রী। সম্প্রতি ত্রাণসামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলী। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন এই নায়িকা। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলী লিখেছেন, "বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।" অভিনেত্রী শেষাংশে বলেন, "কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।" এদিকে কমেন্ট বক্সে বুবলীর এ কাজের প্রশংসা করছেন অনেকে। কেউ লিখেছেন, বারবার ভিডিওটা দেখলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বুদ্ধিমানের কাজ যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ছবি বা ভিডিও করা হয়নি। সত্যি তো তারা তো ভিখারি নয় তারা পরিস্থিতির শিকার বিপদগ্রস্ত, তাদেরকে সম্মান এবং সহানুভূতি দেখানোটাই আমাদের কর্তব্য। সেলফি তুলে কিংবা ভিডিও করে অসম্মান করা নয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই তাদের চিন্তা-ভাবনা গুলোর পরিবর্তন করবেন। আবার এমন অনেকে আছেন যারা বুবলীকে অপছন্দ করতেন তারাও এখন পছন্দ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, আমি আপনাকে অনেক অপছন্দ করতাম, তবে এখন অনেক সম্মান বেড়ে গেল আপনার জন্য, এই ভাবে দেশের পাশে থাকেন। অন্যদিকে কেউ কেউ আবার কোথায় কোথায় ত্রাণ লাগবে এমন তথ্যও দিচ্ছেন অভিনেত্রীকে। চলচ্চিত্রে আট বছরের অভিনয়জীবন পার হতে চলছে শবনম বুবলীর। শামীম আহমেদ পরিচালিত ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকে সমানতালে কাজ করছেন। শাকিবের সঙ্গে ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে বুবলী একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠকের কাজ করতেন। তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর কাজ করেছেন এই অভিনেত্রী।
নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী
এবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে (তৌহিদ উদ্দিন) মামলায় অভিযুক্ত করা হয়েছে। যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তার বাবাসহ তাকে আসামি করা হয়। থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী (মাই টিভির মালিক)। এ মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মো. জয়নাল আবেদীন। রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন।
এবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা
কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে পরিচিত। ‘আশিকি ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। এ সিনেমায় অভিনয় এবং গান দুটোই সমানভাবে প্রশংসিত হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। এ সিনেমার সিকুয়্যেলটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। সিনেমার প্রচারের এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী জানিয়েছেন তার প্রথম পারিশ্রমিক কত ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘বাবা-মা ঠিক করেন, আমাকে আমেরিকায় পাঠিয়ে দেবেন। কিন্তু তারা এটাও স্থির করেছিলেন কোনও ভাবেই যাতে আমার জীবনে বিলাসিতা না আসে। বাবা-মা আমাকে খুবই অল্প হাত খরচ দিতেন। তারা বলেছিলেন, যদি এর চেয়ে বেশি টাকার দরকার হয়, নিজে যেন রোজগার করে নিই।’ শ্রদ্ধাকে যতটা প্রয়োজন ততটুকু হাত খরচের টাকা দিতেন তার অভিভাবকেরা। এদিকে অতিরিক্ত টাকার জন্য আমেরিকার একটি কফি শপে চাকরির দরখাস্ত করেছিলেন। চাকরিটা তিনি পেয়েও গিয়েছিলেন। প্রথম পারিশ্রমিকের বিষয়ে শ্রদ্ধা বলেন, ‘আমাকে চেক দেওয়া হয়। দেখি ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৫০০ টাকার বেশি)। ওটাই আমার প্রথম পারিশ্রমিক। সেই টাকা খাবার কিনেই শেষ হয়ে গিয়েছিল।’ উল্লেখ্য, মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট ‘স্ত্রী টু’। যার বক্স অফিসে মোট সংগ্রহ প্রায় ৬৫০ কোটিতে পৌঁছেছে। এটি শুধুমাত্র ‘কালকি ২৮৯৮ এডি’-র পর বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট সিনেমা। এমনকি প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি হৃতিক রোশনের ফাইটার-এর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে।
কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা
নিজের ছেলেদের সম্পর্কে যা জানালেন সংগতিশিল্পী টুটুল
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। শ্রেয়াশ ও আরশ নামে দুই ছেলে তার সঙ্গে সেখানে অবস্থান করছেন। এস আই টুটুল সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রবাসে বসবাসের আনন্দময় বিভিন্ন সময়ের ছবির তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। সেই সঙ্গে বিভিন্ন কথাও তিনি লেখেন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে স্ট্যাটাসে টুটুল লিখেছেন দুই ছেলের বিষয়ে। এতে তিনি উল্লেখ করেন, তার ছেলেরা এখন কী করছেন। স্ট্যাটাসে টুটুল লিখেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন আমার কথা। আমরা তিন বাপ-বেটা এখন আমেরিকাতেই থাকি। শ্রেয়াস একটা গাড়ি কোম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স আর আরশ পড়ছে কিংস হাইস্কুলে গ্রেড নাইন এ।’ নিজের কাজ নিয়ে টুটুল লেখেন, ‘এখানে আমার নিজের একটা স্টুডিও আছে, যেখানে সব ইকুইমেন্টস হাইলি প্রফেশনাল। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্যে দোয়া করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে টুটুল ছেলেদের সঙ্গে নিয়ে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। এস আই টুটুল একাধারে গায়ক, গীতিকার, সংগীত পরিচালক ও সুরকার। শৈশব থেকেই টুটুলে গানের প্রতি অনুরাগ। গানকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন। পিয়ানোর ওপর বিশেষ প্রশিক্ষণ নিলেও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্রে সেরা সংগীত পরিচালক ও ২০১০ সালে সেরা প্লেব্যাক সংগীতশিল্পীর পুরস্কারে ভূষিত হন টুটুল। ‘নিরন্তর’ সিনেমার জন্য ২০০৬ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংগীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এ শিল্পী।
নিজের ছেলেদের সম্পর্কে যা জানালেন সংগতিশিল্পী টুটুল