ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ||

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০

পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট ম্যাচ না জিততে পারা বাংলাদেশের সামনে এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে ১০ উইকেটের অসাধারণ এক জয়। রাওয়ালপিন্ডিতে এবার তাদের সামনে সিরিজ জেতার সুযোগ।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩০ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ড্র করলেও ১-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ পাবে বাংলাদেশ।

পাকিস্তানের সামনে বাংলাদেশের জয়ের সুযোগ বেশ ভালোভাবেই টিকে আছে। মাঠের পরিবর্তন হচ্ছে না। কন্ডিশন তাই অনেকটাই চেনা থাকছে নাজমুল হোসেন শান্তর দলের।

ঐতিহ্যগতভাবেই রাওয়ালপিন্ডির পিচ পেসারদের সঙ্গ দেয়। তবে টেস্ট ক্রিকেটের অলিখিত নিয়ম মেনেই সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে বল হাতে ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনাররা।

মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানরা দিনের প্রথম দেড় সেশনেই ৭ উইকেট তুলে নিয়ে সহজ করে দেন বাংলাদেশের জয়। অবশ্য সিরিজের সেই ম্যাচে পাকিস্তানের ভুল আর দূর্বলতাও নিশ্চিতভাবেই চোখে পড়েছিল টাইগার খেলোয়াড়দের।

নিজেদের দেশে বর্তমানে বিশ্বমানের স্পিনার না থাকায় ৫ম দিনে বাংলাদেশের মিরাজ-সাকিবদের সামনেও দাঁড়াতে পারেনি পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

ইয়াসির শাহ পরবর্তী সময়ে সেই অর্থে ম্যাচ জেতানোর মতো কোনো স্পিনার পাকিস্তান দলে নেই। নুমান আলী কিংবা সাজিদ খানদের মতো স্পিনাররা থিতু হতে পারেননি দলে। নতুন ভরসা আবরার আহমেদ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলানোর জন্য যাকে সরিয়ে নিয়েছিল পিসিবি। যদিও এতে কোনো লাভই হয়নি দলের জন্য। বরং পেস বোলারদের স্বাচ্ছন্দ্যেই মোকাবেলা করেছেন বাংলাদেশের ব্যাটাররা।

দ্বিতীয় টেস্টের দলে কামরান গুলাম আর আবরার আহমেদকে দলে যুক্ত করলেও বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ হবে কি না তা নিয়ে আছে প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি যদিও বলেছেন, দল নির্বাচনে কিছুটা ভুল করা হয়েছিল। তবে সেটা উড়িয়ে দিয়েছেন অধিনায়ক শান মাসুদ এবং সহকারী কোচ আজহার মেহমুদ। তাদের দাবি, দ্বিতীয় টেস্টের পিচ দেখেই সিদ্ধান্ত নেয়া হবে আবরার খেলবেন কি না।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের নাম তাই আবরার আহমেদ। ৬ টেস্টে ৩৮ উইকেট পেয়েছেন। ম্যাচ উইনার তকমা না পেলেও এখন পর্যন্ত নিজের কাজটা আবরার যে ঠিকঠাক করছেন, সেটার প্রমাণ তার পরিসংখ্যান। ৩১ এর কিছু বেশি রান দিয়েছেন উইকেটের জন্য। ইকোনমি ৩.৬৩।

বলা দরকার, ২০২১ সালের পর থেকে ঘরের মাঠে জেতেনি ম্যান ইন গ্রিনরা। এসময় পেস বোলিং সহায়ক পিচ নিয়মিত তৈরি করেছে দেশটি। তবে তা বোলারদের এনে দেয়নি কোনো সাফল্য। বিগত ৩ বছরে টেস্ট ক্রিকেটে ১৫০ এর বেশি ওভার বোলিং করার নজির ২১টি। যার মধ্যে পাকিস্তানের মাঠেই এমন ঘটনা ছিল ৬ বার। যার মধ্যে ৩ বার বোলিং করেছেন শাহিন-নাসিমরা।

বল হাতে পাকিস্তানের মাটিতে বোলারদের দুর্দশার চিত্র বোঝাবে আরেকটি পরিসংখ্যান। শেষ তিন বছরে টেস্টে উইকেটপ্রতি পাকিস্তানে বোলারদের খরচ হয়েছে ৪৩ রান। যা বর্তমানে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানের পিচে উইকেটপ্রতি ৮ রান বেশি ওঠে।

সিরিজের শেষ টেস্টে তাই ধৈর্যশীল ব্যাটিংটাও ধরে রাখতে হবে বাংলাদেশকে। আর স্পিন সহায়ক উইকেট দেখা গেলে সেখানে দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলামের অন্তভুর্ক্তি ঘটে কি না তাও দেখার প্রশ্ন। তাসকিন আহমেদ এই টেস্টের স্কোয়াডে থাকছেন। তার সংযুক্তিও কার বদলে আর কিভাবে হবে, সেটাও একপ্রকার চ্যালেঞ্জ টাইগারদের জন্য।

মন্তব্য করুন

নতুন অধিনায়ক ঘোষণা করল পাকিস্তান
বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নারী দলের নেতৃত্ব পেয়েছেন বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। তারকা ক্রিকেটার নিদা দারের স্থলাভিষিক্ত হবেন তিনি। গতকাল (রোববার) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি মহিলা জাতীয় নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। ২২ বছর বয়সী ফাতিমা পাকিস্তানের হয়ে ৪১ ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ ডিসেম্বরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্বে ছিলেন ফাতিমা সানা। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেট-রক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।
নতুন অধিনায়ক ঘোষণা করল পাকিস্তান
বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ
বাংলাদেশে হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি আসরটির আয়োজন শঙ্কায় ফেলে দেয়। যদিও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আশাবাদী ছিল আয়োজন নিয়ে, তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। সেটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা উঠলে আজ (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই সময় শেষ হওয়ার দিনে সভায় বসে এমন সিদ্ধান্ত নিলো আইসিসি। তবে এর আগে বাংলাদেশেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছিল বিসিবি। এদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতি শান্ত হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যে, এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভবত সঠিক সিদ্ধান্ত হবে না। এর আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিসা হিলি বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে। একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে। তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেবো আমি।’
বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ। বর্তমানে তিনি বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করবেন জয়। মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তিনি। ইতোমধ্যে আইসিসি তার নাম ঘোষণা করেছে। নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি বেশ বিনীত বোধ করছি। আইসিসির দল ও আমাদের সদস্য জাতিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ক্রিকেটের আরও বৈশ্বিকীকরণে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অগ্রসর প্রযুক্তির আয়ত্তকরণের প্রচার ও নতুন বৈশ্বিক বাজারে আমাদের মূল টুর্নামেন্টগুলোর পরিচিতি তুলে ধরতে আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে আরও উন্মুক্ত ও যেকোনো সময়ের চেয়ে আরও জনপ্রিয় করা।’ এর আগে টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে। আগেই জানিয়েছেন তৃতীয় মেয়াদে তিনি আর আইসিসি প্রধানের দায়িত্বে থাকতে চান না। ফলে আইসিসির নতুন সভাপতি নির্বাচনের কথা ছিল।
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আইসিসির নতুন উদ্যোগ
টেস্ট ক্রিকেট বাঁচাতে মরিয়া আইসিসি। লঙ্গার ফরম্যাটের জন্য নতুন করে প্রায় ২০০ কোটি টাকার ফান্ড গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সাল থেকে ম্যাচ প্রতি প্রায় ১২ লাখ টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। তবে, এই প্রজেক্টের আওতায় থাকছেনা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। কয়েক বছর আগেও টেস্ট ক্রিকেটের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। দীর্ঘতম ফরম্যাটের বিলুপ্তির আশঙ্কার কথা প্রায়ই বলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। টি-টোয়েন্টি আর ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের ব্যাপক জনপ্রিয়তার যুগে 'ক্লিশে-একঘেয়ে' এসব বিশেষণ জুড়ে দিয়ে টেস্ট ম্যাচকে ৫ দিনের পরিবর্তে ৪ দিনে খেলানোর পরামর্শও দিতে দেখা যায়। কিন্তু, এতসব কথার মাঝে এলিট ফরম্যাটের আবেদন টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন অনেকে। অ্যাশেজ, বর্ডার-গাভাস্কার ট্রফির মতো সিরিজে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করে গোটা বিশ্ব। পাশাপাশি দিনে দিনে সাদা পোশাকে উন্নতির ছাপ রাখছে অপেক্ষাকৃত ছোট দলগুলোও। যা নতুন করে আশাবাদী করে তুলেছে টেস্ট ক্রিকেটপ্রেমীদের। এমনিতে বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো নয়। তবে, সবশেষ ম্যাচে ক্রিকেট বিশ্বকে এক্সাইটিং এক পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটির পরপরই টেস্ট ক্রিকেট নিয়ে এক সুসংবাদ দিয়েছে আইসিসি। সাদা পোশাকের ফরম্যাটের প্রসারে আলাদা ফান্ড গঠন করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার পরিমাণ হবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২০০ কোটি টাকা। মূলত, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মার্ক বেয়ার্ড এই উদ্যোগ নেন। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডেরও সম্মতি রয়েছে এতে। টেস্ট ফরম্যাটকে আরও আকর্ষণীয় করতে এবং খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রভাবশালী বোর্ডগুলো। তাদের প্রস্তাব অনুযায়ী, ম্যাচ ফি করা হবে ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ টাকা। আগামী বছর থেকে যা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। বিসিসিআই সচিব জয় শাহ এবং ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসনসহ প্রভাবশালীদের সমর্থন থাকায় সিএ প্রধান বেয়ার্ড বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী। যদিও সবকিছু এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে প্রস্তাবটি। এই 'মিলিয়ন ডলার প্রজেক্টের' আওতায় থাকবেনা বিগ থ্রি বোর্ড— ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাকি ৬ বোর্ডের লোকসান পুষিয়ে নিতেই মূলত এই উদ্যোগ নীতি নির্ধারকদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ জানিয়েছিলেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বছরের শুরুতে অস্ট্রেলিয়া দলের সিরিজ আয়োজনে ২ মিলিয়ন ডলার বা প্রায় ২৪ কোটি টাকা খরচ হয়েছে তাদের। কিন্তু, সিরিজগুলো থেকে এতো অর্থ উঠিয়ে আনা দুরূহ বিষয়। টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে খেলোয়াড়দের মাঝে। ইজি মানি ইনকামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই ঝোঁক বেশি। তবে, আইসিসির এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে টেস্ট নিয়ে নতুন করে আশার সঞ্চার হলো।
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আইসিসির নতুন উদ্যোগ
সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন
জাতীয় সংসদের সাবেক সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এই আবেদন করেন। দুদকের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, ‘সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ লব্ধ আয় এবং উহার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা।’ এছাড়াও গণমাধ্যমে বিভিন্ন সময় আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে আবেদনপত্রে। এই তালিকায় আছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উতস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। এর আগে সাকিব আল হাসানের নামে আদাবর থানায় হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন
সাকিবকে গ্রেপ্তার করা হবে কিনা, যা বললেন আইন উপদেষ্টা
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে। তবে সেই মামলায় সাকিব গ্রেপ্তার হবে না বলে আশা ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, ‘আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, যাতে কেউ অতি উৎসাহী হয়ে তাকে গ্রেফতার না করে।’ তিনি আরও বলেন, ‘এটা আওয়ামী লীগ শুরু করেছিল। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছিল। দিনের পর দিন তার জামিন বাতিল করা হয়েছে। আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবে না।’ উল্লেখ্য, সাকিব আল হাসানের নামে আদাবর থানায় হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
সাকিবকে গ্রেপ্তার করা হবে কিনা, যা বললেন আইন উপদেষ্টা
জমি দখলের অভিযোগে যা বললেন খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা ও প্রশাসনকে ব্যবহার করে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন খালেদ মাসুদ পাইলট। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি বলেন, গত ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়ণপুর গ্রামের ১১ জনের সম্পতি প্রায় ২ বিঘা ধানী জমি বিক্রয় করি। এরপর ক্রেতা নাসরিন সুলতানা জমির দখল নেন। কিছুদিন পর ওই জমি খালেদ মাসুদ পাইলট জোরপূর্বক ঘিরে রাখে। জমির প্রকৃত মালিক জমিতে গেলে তাদের হুমকি দেয় ও জমির বর্গাচাষিকে মামলা দিয়ে পুলিশ দিয়ে আটক করায়। পাইলট হুমকি দিয়ে বলে, ‘রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে দিয়ে সবার ব্যবস্থা করবে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আমার বন্ধু, তাকে বললে তিনি পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সবাইকে সাইজ করে দিবে।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, পরে তারা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদ পাইলটকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি। এরপর খালেদ মাসুদ পাইলট আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, ‘ওই জমি অন্য মানুষের থেকে ক্রয় করেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলবো। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিবো।’ এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে। তাই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই। এ ব্যাপারে বিকেলেই খালেদ মাসুদ পাইলট রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, নাসরিন সুলতানা দালালের মাধ্যমে জাহাঙ্গীরের কাছ থেকে জমি কিনেছেন। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরের ভাগের জমি তিনি আগেই বিক্রি করেছেন। বাস্তবে তার কোনো জমি নেই। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে খালেদ মাসুদ বলেন, তার কেনা জমি রীতিমতো ভূমি অফিস তার নামে নামজারি করেছে। খাজনাও পরিশোধ করেছেন। জাহাঙ্গীর টাকা নিয়েছেন, তাই নাসরিন সুলতানার পক্ষে সাজানো সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন।
জমি দখলের অভিযোগে যা বললেন খালেদ মাসুদ পাইলট
বিএসইসির শুভেচ্ছাদূত থেকে বাদ পড়লেন সাকিব
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূত থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকে বিএসইসির দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করা হয়। ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে বিএসইসির নেতৃত্ব পুনর্গঠন করা হলে ঐ বছর সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়। শিবলী রুবাইয়াতের সময়ে শেয়ারবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিবের। শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান এই ক্রিকেটার। গত কয়েক বছরে শেয়ারবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল। এই কাজের জন্য হিরুকে জরিমানা করা হলেও প্রমাণের অভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন সাকিব। তবে সম্প্রতি সাকিবকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হওয়ায় বিএসইসি তাকে শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত করার পর তাকে দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ বিষয়ে বিজ্ঞাপনও বানিয়েছিল বিএসইসি। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের প্রসারে প্রচারও করা হতো সেই বিজ্ঞাপন।
বিএসইসির শুভেচ্ছাদূত থেকে বাদ পড়লেন সাকিব
জো রুটের কাছে সেঞ্চুরি যেনো ‘ডালভাত’
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ব্যাট হাতে রেকর্ড বইয়ে আরও একবার ঝড় তুললেন সাদা পোশাকে অপ্রতিরোধ্য জো রুট। ইংল্যান্ডের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই নিজের দখলে রেখেছেন সাদা পোশাকে অপ্রতিরোধ্য এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে টানা সেঞ্চুরিতে যেন মাইলফলক লুটিয়ে পড়েছে তার পায়ের কাছে। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি সংখ্যায় স্পর্শ করেন কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড। পরের ইনিংসেই আরেকটি সেঞ্চুরিতে ছাড়িয়ে গেলেন পূর্বসূরীকে। বর্তমান প্রজন্মের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি এখন তার দখলে, দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ব্যাটারও এখন তিনি। রুটের টানা দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে চালকের আসনে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫৩ রান করেছে লঙ্কানরা। এ টেস্ট জিততে বাকি দু’দিনে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৪৩০ রান করতে হবে লঙ্কানদের। প্রথম ইনিংসে ১৪৩ রান করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ সেঞ্চুরিতে কুককে স্পর্শ করেছিলেন রুট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০টি চারে ১২১ বলে ১০৩ রান করে কুককে টপকে যান তিনি। এক সেঞ্চুরিতে কুককে টপকে যাওয়ার পাশাপাশি আরও অনেক কীর্তিও গড়েছেন রুট। চতুর্থ ব্যাটার হিসেবে লর্ডসের ভেন্যুতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি। রেকর্ড সেঞ্চুরি গড়তে ১১১ বল খেলেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরির মধ্যে এটিই দ্রুততম শতক তার। লর্ডসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিকও হয়েছেন রুট। সেই সাথে এই ভেন্যুতে সর্বোচ্চ ২০২২ রান এখন তার। পেছনে পড়ে গেল গ্রাহাম গুচের ২০১৫ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানে কুককে পেছনে ফেলেছেন রুট। কুকের ৬৫৬৮ রান টপকে রুট এখন পর্যন্ত করেছেন ৬৭৩৩। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেছেন রুট। ৩৪৮ ম্যাচে ৫০ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। ২০২১ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি করেছেন রুট।
জো রুটের কাছে সেঞ্চুরি যেনো ‘ডালভাত’